Country

3 days ago

Prime Minister Narendra Modi: দুই দিনের কুয়েত সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Prime Minister Narendra Modi
Prime Minister Narendra Modi

 

নয়াদিল্লি, ১৯ ডিসেম্বর :কুয়েতের আমির শেখ মেশাল আল-আহমাদ আল-জাবের আল-সাবা-র আমন্ত্রণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২১-২২ ডিসেম্বর কুয়েত সফরে যাচ্ছেন। এই সফর কার্যত ঐতিহাসিক হতে চলেছে, কারণ ৪৩ বছরের মধ্যে এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী কুয়েত সফরে যাচ্ছেন।জানা গেছে, এই সফরকালে প্রধানমন্ত্রী কুয়েতের নেতৃত্বের সঙ্গে আলোচনা করবেন। পাশাপাশি কুয়েতে প্রবাসী ভারতীয়দের সঙ্গেও মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী।

বিদেশ মন্ত্রকের সূত্রে জানা গেছে, ভারত এবং কুয়েতের ঐতিহ্যগতভাবে ঘনিষ্ঠ এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। ভারত কুয়েতের অন্যতম শীর্ষ বাণিজ্য অংশীদার। ভারতীয়রা কুয়েতের বৃহত্তম প্রবাসী সম্প্রদায়। এই সফর ভারত ও কুয়েতের মধ্যে বহুমুখী সম্পর্ককে আরও দৃঢ় করবে বলে মনে করা হচ্ছে।

You might also like!