Country

2 days ago

Narendra Modi: গত ১০ বছরে ৪ কোটিরও বেশি মানুষের স্বপ্ন পূরণ করেছেন মোদী, দাবি স্বয়ং প্রধানমন্ত্রীর

Narendra Modi (Symbolic picture)
Narendra Modi (Symbolic picture)

 

নয়াদিল্লি, ৩ জানুয়ারি : সমগ্র ভারত জানে মোদী কখনও নিজের জন্য বাড়ি তৈরি করেননি, কিন্তু গত ১০ বছরে তিনি ৪ কোটিরও বেশি মানুষের স্বপ্ন পূরণ করেছেন। দাবি করলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, "আমি নিজের জন্য একটি 'শীষ মহল' তৈরি করতে পারতাম, কিন্তু আমার স্বপ্ন ছিল আমার দেশবাসীদের জন্য পাকা বাড়ি তৈরি করা।"

শুক্রবার দিল্লিতে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, "আমি আপনাদের সবাইকে অনুরোধ করছি, যখনই আপনারা বস্তিবাসীদের সঙ্গে আলাপ-আলোচনা করবেন এবং তাদের সাথে দেখা করবেন, আমার পক্ষ থেকে তাদের নিশ্চিত করুন যে তারা অবশ্যই পাকা বাড়ি পাবে, আজ না হলে আগামীকাল!" প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, "'স্বাভিমান অ্যাপার্টমেন্ট' গরীবদের আত্মসম্মান ও মর্যাদা বাড়াতে চলেছে। এই বাড়ির মালিক দিল্লির বিভিন্ন জায়গার মানুষ হতে পারেন, কিন্তু তারা সবাই আমার পরিবারের সদস্য।"

You might also like!