Game

23 hours ago

World Test Championship: পাকিস্তানকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লক্ষ্য দক্ষিণ আফ্রিকার

World Test Championship (Symbolic picture)
World Test Championship (Symbolic picture)

 

প্রিটোরিয়া, ২৪ ডিসেম্বর : আগামী জুনে লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নেওয়ার জন্য দক্ষিণ আফ্রিকাকে পাকিস্তানের বিরুদ্ধে তাঁর দুটি টেস্টের মধ্যে অন্তত একটি জিততে হবে, যেটি প্রিটোরিয়াতে বক্সিং ডে ম্যাচ দিয়ে শুরু হবে। ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে - গত ৫ মাসে টানা ৫টি টেস্ট জয়ের ফলে দক্ষিণ আফ্রিকা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার রাস্তা অনেকটাই পরিষ্কার করে রেখেছে। ফাইনালে যাওয়ার লড়াইয়ে আছে অস্ট্রেলিয়া, ভারত, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা।

দক্ষিণ আফ্রিকার তরুণ দলটি প্রত্যাশা ছাড়িয়েছে। ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট জয় তাঁদের মনোবল বাড়িয়ে দিয়েছে। এদিকে পাকিস্তান কখনওই দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ জিততে পারেনি এবং দক্ষিণ আফ্রিকায় তাঁরা শেষ ৭টি টেস্ট হেরেছে। সফরকারীরা কোচ জেসন গিলেস্পি ছাড়াই দক্ষিণ আফ্রিকায় গেছে, যিনি চলতি মাসে নাটকীয়ভাবে পদত্যাগ করেছেন এবং তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন প্রাক্তন ফাস্ট বোলার আকিব জাভেদ। তবে অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ জয় পাকিস্তানকে উৎসাহিত করবে। তাছাড়া এক সপ্তাহ আগে এক দিনের আন্তর্জাতিক সিরিজে দক্ষিণ আফ্রিকাকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করাটাও পাকিস্তানকে উৎসাহিত করবে।

You might also like!