Game

23 hours ago

Alessandro Nesta: ফিফা বিশ্বকাপজয়ী নেস্তাকে ম্যানেজার পদ থেকে বরখাস্ত

Alessandro Nesta (Symbolic picture)
Alessandro Nesta (Symbolic picture)

 

মনজা, ২৪ ডিসেম্বর : ফিফা বিশ্বকাপ ২০০৬ বিজয়ী আলেসান্দ্রো নেস্তাকে সোমবার রাতে ক্লাব একটি বিবৃতি প্রকাশ করে সেরি-এ দল এসি মনজার ম্যানেজার পদ থেকে বরখাস্ত করেছে। মনজা এক বিবৃতিতে বলেন, আলেসান্দ্রো নেস্তাকে দলের কোচ হিসেবে তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ক্লাব এখনও পর্যন্ত যা করেছে তাঁর জন্য কোচকে ধন্যবাদ জানায় এবং ভবিষ্যতের জন্য তাঁকে শুভকামনা জানায়।

রবিবার জুভেন্টাসের বিপক্ষে ১-২ ব্যবধানে পরাজয়ের পর মনজা এই সিদ্ধান্ত নেয়। এই মুহূর্তে টেবিলের নিচে মনজার অবস্থান, ১৭ ম্যাচের পর মাত্র ১০ পয়েন্ট নিয়ে ২০তম স্থানে রয়েছে তাঁরা।

You might also like!