Entertainment

12 hours ago

PV Sindhu Marriage: ভারতীয় ব্যাডমিন্টন তারকার রিসেপশনে দক্ষিণী তারকার হাট, চমকপ্রদ আয়োজন পিভি সিন্ধুর রিসেপশনে!

PV Sindhu marries Venkata Datta Sai (Symbolic picture)
PV Sindhu marries Venkata Datta Sai (Symbolic picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: উদয়পুরে ২২শে ডিসেম্বর, রবিবার  রাজকীয় সজ্জায় বিয়ে সম্পন্ন হয়েছিল ভারতীয় ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু এবং তথ্যপ্রযুক্তি সংস্থার উচ্চপদস্থ কর্মী ভেঙ্কট দত্ত- র। গত ১৫ ডিসেম্বর তাঁদের বাগ্‌দান সম্পন্ন হয়েছিল। সাত দিন পর, রাজস্থানের ঐতিহ্য মেনে আয়োজিত হয় বিয়ের অনুষ্ঠান আর ২৪শে ডিসেম্বর, মঙ্গলবার  হায়দ্রাবাদ  নিজামে তাঁদের বন্ধু-বান্ধব, আত্মীয় স্বজন এবং শুভাকাঙ্ক্ষীদের জন্য একটি গ্র্যান্ড রিসেপশনের আয়োজন করেছিলেন তাঁরা। গচ্চিবৌলির কাছে আনভয়া কনভেনশন সেন্টারে বসেছিল এই তারকা রিসেপশনের আসর। উপস্থিত ছিলেন ১৫০ জন আমন্ত্রিত অতিথি, যার মধ্যে ছিলেন পরিবারের সদস্য, ঘনিষ্ঠ বন্ধু এবং কয়েকজন বিশিষ্ট ব্যক্তি। উদয়পুরের ২১ একর জমির উপর স্থাপিত রাজকীয় প্রাসাদটি বিয়ের জন্য অত্যন্ত মনোমুগ্ধকর ভাবে সাজানো হয়েছিল।এদিনের অনুষ্ঠানে সিন্ধু এবং বেঙ্কট উভয়ের পরনেই ছিল বিশেষ সৌন্দর্যপূর্ণ পোশাক।

বিশেষত এই  রিসেপশনে বসেছিল চাঁদের হাট, উপস্থিত ছিলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী,রাজ্যপাল,আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিংহ শেখাওয়াত সহ একাধিক রাজনৈতিক ব্যাক্তিবর্গ। সঙ্গে হাজির ছিলেন ব্যাডমিন্টন জগতের এক ঝাঁক তারকা। এইচ এস প্রণয় থেকে শুরু করে তানিশা ক্রাস্টো, নামী তারকাদের প্রায় সকলেই হাজির হয়েছিলেন। দেশকে উজ্জ্বল ভাবে বারংবার যিনি শ্রেষ্টত্বের আসনে বসিয়েছেন তাঁর শুভ মুহূর্তে সকলের উপস্থিত বেশ লক্ষ্যনীয়। সুদূর কলকাতা থেকে সিন্ধুর রিসেপশনে যোগ দিতে গিয়েছিলেন ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (BAI)-র ভাইস প্রেসিডেন্ট শেখর বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন  তামিল সুপারস্টার অজিত কুমার। অভিনেতা তাঁর পরিবার সহকারে এই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। 

রিসেপশনের মেনুতে একগুচ্ছ লোভনীয় খাবারের সম্ভার রেখেছিলেন পিভি সিন্ধু। ছিল দক্ষিণ ভারতীয় নানান সুস্বাদু পদ। হায়দ্রাবাদ বলতেই মনে আসে বিরিয়ানি। আর এদিন তাঁদের রিসেপশনে ছিল নানান প্রকারের বিরিয়ানি। ভেজ থেকে শুরু করে নন ভেজ, সবরকম বিরিয়ানিই ছিল অতিথি অভ্যাগতদের জন্য। সঙ্গে সাদা ভাত, নিরামিশ ও আমিষ নানা পদ, মাছ, চিকেন, মটনের আইটেম, আট-দশ রকমের মিষ্টি, আইসক্রিম, সব কিছুরই ভরপুর আয়োজন ছিল। সবমিলিয়ে বলাই যায়, অলিম্পীক্সে জোড়া পদকজয়ীর  রিসেপশনের আয়োজন ছিল বেশ বিলাসবহুল এবং নজরকাড়া। ২৬ ডিসেম্বর হায়দরাবাদে সিন্ধু ও বেঙ্কটকে বিশেষ সংবর্ধনার আয়োজন করা হয়েছে। যেখানে একাধিক বিশিষ্ট ব্যক্তির উপস্থিত থাকার কথা। 

You might also like!