কলকাতা, ২৪ ডিসেম্বর : বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে প্যাট কামিন্সের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের চতুর্থ টেস্ট অর্থাৎ বক্সিং ডে টেস্ট। পাঁচ ম্যাচের সিরিজ এখন ১- ১। সুতরাং সিরিজ দখলের লড়াই এখন জমজমাট। আর এই জমজমাট লড়াইয়ে বিরাট কোহলির নজর এখন বিশাল রেকর্ডের চূড়ায় ওঠার। কারণ কোহলির এই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার সুযোগ রয়েছে।
কিংবদন্তি শচীন টেন্ডুলকার বর্তমানে পাঁচটি টেস্টে ৪৪.৯০ গড়ে ৪৪৯ রান এবং একশ এবং তিনটি অর্ধশতকের সাথে ৫৮.৬৯ স্ট্রাইক-রেট সহ রেকর্ডটি ধরে রেখেছেন।
কোহলি বর্তমানে তিনটি টেস্টে ৫২.৬৬ গড়ে ৩১৬ রান নিয়ে তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন, যার সর্বোচ্চ স্কোর ১৬৯। বর্ডার গাভাস্কার ট্রফির ২০২০-২১ মরসুমে কোহলির অনুপস্থিতিতে ভারতকে নেতৃত্ব দেওয়া অজিঙ্ক রাহানে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন, দুটি সেঞ্চুরি সহ ৭৩.৮০ গড়ে তিনটি ম্যাচে ৩৬৯ রান করেছেন।
সুতরাং এই টেস্টে শচীন টেন্ডুলকারকে পেছনে ফেলতে হলে বিরাট কোহলি আর চাই ১৩৩ রান।
এমসিজিতে টেস্টে ভারতের হয়ে সবচেয়ে বেশি রান:
**শচীন টেন্ডুলকার – ৫ টেস্টে ৪৪৯ রান।
**অজিঙ্ক রাহানে- ৩ টেস্টে ৩৬৯ রান।
**বিরাট কোহলি – ৩ টেস্টে ৩১৬ রান।
**বীরেন্দ্র শেহবাগ – ২ টেস্টে ২৮০ রান।
**রাহুল দ্রাবিড়- ৪ টেস্টে ২৬৩ রান।