Game

2 days ago

English Premier League: : ইংলিশ প্রিমিয়ার লিগ: ওয়েস্ট হ্যামকে উড়িয়ে জয়ের রাস্তায় ফিরল ম্যানচেস্টার সিটি

Manchester City returned to the road of victory by blowing West Ham
Manchester City returned to the road of victory by blowing West Ham

 

ইতিহাদ, ৫ জানুয়ারি : ইতিহাদ স্টেডিয়ামে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ৪-১ গোলে জিতেছে পেপ গুয়ার্দিওলার দল। ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেতে থাকা সিটি অক্টোবরের পর এই প্রথম টানা দুটি ম্যাচে জয়ের স্বাদ পেল। লিগে সবশেষ ১১ ম্যাচে দলটির এটি কেবল তৃতীয় জয়।আর সাড়ে তিন মাসের বেশি সময় পর ম্যাচে জোড়া গোল করলেন আর্লিং হলান্ড, তার দুটি গোলেই অ্যাসিস্ট করলেন সাভিনিয়ো।২০ ম্যাচে ১০ জয় ও ৪ ড্রয়ে ৩৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে সিটি। তাদের চেয়ে ১ পয়েন্ট বেশি নিয়ে পাঁচে নিউক্যাসল ইউনাইটেড।

You might also like!