বার্সেলোনা, ৩ জানুয়ারি : স্প্যানিশ সুপার কাপের আগে বার্সেলোনার জন্য সুখবর। প্রত্যাশিত সময়ের চেয়ে বেশ আগেই চোট কাটিয়ে উঠেছেন বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গার।
বিগত ১৬ ডিসেম্বর লা লিগায় লেগানেসের ম্যাচে অ্যাঙ্কেলে চোট পেয়েছিলেন ইয়ামাল। বার্সেলোনা তখন জানায়, ৩ থেকে ৪ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে ১৭ বছর বয়সী এই ফুটবলারকে। স্প্যানিশ সুপার কাপে তাঁর খেলা নিয়ে শঙ্কা জেগেছিল। তবে প্রত্যাশিত সময়ের চেয়ে বেশ আগেই বৃহস্পতিবার অনুশীলনে ফিরলেন তিনি।