Entertainment

21 hours ago

Shyam Benegal: বছর শেষে দুঃসংবাদ,প্রয়াত ভারতীয় চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার শ্যাম বেনেগল

Shyam Benegal (Symbolic picture)
Shyam Benegal (Symbolic picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: প্রয়াত বর্ষীয়ান ভারতীয় চিত্র পরিচালক শ্যাম বেনেগল। গতকাল মুম্বাইয়ের ওয়াকহার্ট হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০। অসুস্থ ছিলেন দি। এদিন শ্য়াম বেনেগলের মৃত্যু নিশ্চিত করেছেন তাঁর কন্যা পিয়া বেনেগল। 

গত ১৪ ডিসেম্বরেই ৯০ বছর বয়সে পা দেন ভারতীয় চলচ্চিত্রর কিংবদন্তি পরিচালক শ্যাম বেনেগল। ১৯৭০ থেকে ১৯৮০ দশকে ভারতীয় চলচ্চিত্র জগতকে তিনি উপহার দিয়েছেন একের পর এক জনপ্রিয় সিনেমা।  ‘মন্থন’,‘অঙ্কুর’,‘ভূমিকা’,‘জুনুন’,‘মান্ডি’,‘নিশান্ত’ ভারতীয় সিনেমার মাইলফলক। শুধু তাই নয়, ২০০১ সালে মুক্তি প্রাপ্ত জুবেদা ছবিটি বক্স অফিসের সঙ্গে সঙ্গে সমালোচকদের মন জয় করেছিল। এই ছবিতে অভিনয় করেছিলেন করিনা কাপুর, মনোজ বাজপেয়ী এবং রেখা। ১৯৭৬ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন শ্য়াম বেনেগল। ১৯৯১ সালে তিনি পদ্ম ভূষণ সম্মানে ভূষিত হন। 

বয়সের সংখ্যা ৯০ হলেও কাজই ছিল তাঁর সবসময়ের সঙ্গী। অসুস্থতা তাঁকে দমিয়ে দিতে পারেনি।  গত বছরই ‘মুজিব: দ্যা মেকিং অফ নেশন’নামক একটি সিনেমা পরিচালনা করেছিলেন তিনি যে সিনেমায় ভারত এবং বাংলাদেশের একাধিক নামকরা অভিনেতারা অভিনয় করেছিলেন। বঙ্গবন্ধুর চরিত্রে দেখা গিয়েছিল বাংলাদেশের অভিনেতা আরিফিন শুভকে। শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন নুসরত ফারিয়া। ছবিটি বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল। সপ্তাহে তিনবার ডায়ালাইসিস করার জন্য হাসপাতালে যেতে হত পরিচালককে। একাধিক শারীরিক সমস্যা থাকা সত্ত্বেও তিনি যেভাবে একের পর এক কাজ সৃষ্টি করেছেন তা সত্যিই  প্রশংসনীয়। 

নব্বইতম জন্মদিনে সিনেমার প্রতি তাঁর অধ্য়াবসায় নিয়ে তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন,‘আমরা সবাই বৃদ্ধ হই। এটা মহৎ কিছু নয়। জন্মদিন একটা বিশেষ দিন হতে পারে কিন্তু আমি এটিকে বিশেষভাবে উদযাপন করি না। প্রতিবছরের মতো এই বছরেও আমি আমার অফিসে কেক কেটেছি সকলের সঙ্গে।’

You might also like!