লন্ডন, ২ জানুয়ারি : প্রতিপক্ষের মাঠে বুধবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচে ব্রেন্টফোর্ডকে ৩-১ গোলে হারিয়ে নতুন বছরের শুভ সূচনা করল আর্সেনাল। আর এই জয়ে লিগ টেবিলে দুই নম্বরে ফিরল মিকেল আর্তেতার দল। সেইসঙ্গে লিভারপুলের সঙ্গে ব্যবধান ৬ পয়েন্টে নামিয়ে আনল আর্সেনাল।
প্রথমার্ধের ১৩ মিনিটে গোল খেয়ে বসে আর্সেনাল। মিকেল ডামসগার্ডের পাস থেকে বক্সে ঢুকে এক ডিফেন্ডারকে কাটিয়ে বল জালে পাঠান এমবিউমো। ২৯ মিনিটেই সমতায় ফেরে আর্সেনাল। বক্সের বাইরে থেকে থমাস পার্টির শট ব্রেন্টফোর্ড গোলরক্ষক ভালোভাবে বিপদমুক্ত করতে না পারায় সেই বল হেডে গোলে পাঠায় জেসুস। প্রথমার্ধ থাকে ১-১।
এরপর দ্বিতীয়ার্ধে ৩ মিনিটের মধ্যে দুটি গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় আর্সেনাল। ৫০ মিনিটে কর্নার থেকে বল পেয়ে জটলার ভেতর থেকে বল জালে পাঠান মেরিনো। এরপর ৫৩ মিনিটে বক্সের বাইরে থেকে শটে স্কোরলাইন ৩-১ করেন মার্তিনেল্লি।
এই জয়ে লিভারপুলের সঙ্গে আর্সেনালের ব্যবধান হল ৬ পয়েন্টের। ১৯ ম্যাচে ১১ জয় ও ৬ ড্রয়ে আর্তেতার দলের পয়েন্ট হলো ৩৯। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। আর ১৯ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে দ্বাদশ স্থানে আছে ব্রেন্টফোর্ড।