Country

11 hours ago

Rajasthan: রাজস্থানে এখনও বোরওয়েলে আটকে ছোট্ট চেতনা, উদ্ধারকাজও অব্যাহত

Small spirit still trapped in borewell in Rajasthan, rescue operation also continues
Small spirit still trapped in borewell in Rajasthan, rescue operation also continues

 

জয়পুর, ২৬ ডিসেম্বর : রাজস্থানের কোটপুটলি জেলার কিরাটপুরা গ্রামে বোরওয়েলে পড়ে যাওয়া সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে এখনও উদ্ধার করা সম্ভব হল না। তবে, শিশুকন্যাকে উদ্ধারের আপ্রাণ চেষ্টা চলছে বৃহস্পতিবারও।

এসডিআরএফ, এনডিআরএফ এবং প্রশাসনের দলগুলি উদ্ধার অভিযানে নিযুক্ত রয়েছে৷ তবে, এখনও শিশুটি উদ্ধার না হওয়ায় উদ্বেগ ও উৎকণ্ঠা বাড়ছে। এনডিআরএফ টিমের ইনচার্জ যোগেশ কুমার মীনা বলেছেন, "পাইলিং মেশিন দিয়ে খনন করা হচ্ছিল, যেহেতু ১৫০ মিটার পর্যন্ত নেমে গিয়েছে, তারপরে একটি পাথর পাওয়া গিয়েছে, তাই আমরা পাইলিং মেশিনটি পরিবর্তন করেছি। এই মুহূর্তে ১৬০ মিটার পর্যন্ত খনন করেছি, এবং আমাদের ১৭০ মিটার গভীর পর্যন্ত খনন করতে হবে। আশা করি, আমরা আজ উদ্ধার অভিযান সম্পূর্ণ করব।"উল্লেখ্য, বাড়ির সামনে খেলা করার সময় গত সোমবার, ২৩ ডিসেম্বর চেতনা নামে ছোট্ট শিশুকন্যাটি গভীর বোরওয়েলে পড়ে যায়। তারপর থেকেই উদ্ধারকাজ চলছে।

You might also like!