Country

16 hours ago

17 bangladeshi arrested: অবৈধভাবে অনুপ্রবেশ! মহারাষ্ট্ৰে গ্রেফতার ১৭ জন বাংলাদেশি নাগরিক

Handcuffs (Symbolic picture)
Handcuffs (Symbolic picture)

 

মুম্বই, ২৬ ডিসেম্বর : দেশ জুড়ে অনুপ্রবেশ বিরোধী অভিযান চলছে জোরকদমে। মহারাষ্ট্র পুলিশের সন্ত্রাসদমন শাখা এ বার একসঙ্গে ১৭ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করল।

মহারাষ্ট্র পুলিশের তরফে জানানো হয়েছে, বুধবার থেকে মুম্বই, নভি মুম্বই, থানে এবং নাসিকের বিভিন্ন ঠিকানায় স্থানীয় থানাগুলির সহযোগিতায় অভিযান চালিয়ে ১৪ জন পুরুষ এবং তিন জন মহিলা বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের কাছ থেকে জাল আধার কার্ড এবং প্যান কার্ড মিলেছে বলেও পুলিশের দাবি।

মহারাষ্ট্রে ১৭ জন বাংলাদেশিকে গ্রেফতারের বিষয়ে বিজেপি নেতা কিরিট সোমাইয়া বলেছেন, "মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসের এই সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই৷ তিনি মহারাষ্ট্র পুলিশ এটিএস এবং জেলা প্রশাসনকে বাংলাদেশ থেকে আসা রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। এখানে অবৈধভাবে বসতি স্থাপন করেছে। আমার মনে হয়, আগামী দিনে এই পুরো র‌্যাকেট ফাঁস হবে।"


You might also like!