Country

4 days ago

Anurag singh thakur: কংগ্রেসের তিনটি প্রজন্ম আম্বেদকরজিকে ভারতরত্ন দেয়নি : অনুরাগ ঠাকুর

Anurag singh thakur
Anurag singh thakur

 

নয়াদিল্লি, ১৮ ডিসেম্বর : কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপি নেতা অনুরাগ সিং ঠাকুর। তীব্র আক্রমণ করে অনুরাগ ঠাকুর বলেছেন, কংগ্রেসের তিনটি প্রজন্ম আম্বেদকরজিকে ভারতরত্ন দেয়নি। বুধবার সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুরাগ সিং ঠাকুর বলেছেন, "এসসি, এসটি এবং ওবিসিদের এগিয়ে আনার ক্ষেত্রে আম্বেদকর জির আদর্শ কংগ্রেস সর্বদা বিরোধিতা করে আসছে। নেহরু জির চতুর্থ প্রজন্ম, যিনি নিজেই আম্বেদকর জিকে হারাতে এসেছিলেন, তাঁদের আম্বেদকরের ছবি রাখতে হয়েছে, কারণ অমিত শাহ কংগ্রেসের সত্য প্রকাশ করেছিলেন। কংগ্রেসের তিন প্রজন্মে আম্বেদকর জিকে ভারতরত্ন দেওয়া হয়নি। তাঁদের (কংগ্রেস) মুখোশ খুলে দেওয়া হয়েছে এবং তাঁদের এসসি, এসটি বিরোধী মতাদর্শ প্রকাশ পেয়েছে, যেমন আম্বেদকর জির প্রতি তাদের ঘৃণা প্রকাশ পেয়েছে।"

You might also like!