Breaking News
 
Himachal Pradesh:হিমাচলের প্রাকৃতিক দুর্যোগে ব্যথিত অনুরাগ, নিহতদের প্রতি সমবেদনা বিজেপি নেতার Gaza: ত্রাণের লাইনে মৃত্যুর মিছিল! গাজায় ৭৯৮ প্যালেস্টিনীয়কে গুলি করে হত্যা, জানাল রাষ্ট্রসংঘ AC local: বনগাঁ শাখায় নতুন শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল, মালদহ রুটে ইন্টারসিটি এক্সপ্রেস! সম্ভাব্য সূচনা ১৮ জুলাই প্রধানমন্ত্রীর হাত ধরে Kapil Sharma's cafe: কানাডায় কপিল শর্মার ক্যাফেতে খলিস্তানি হামলা, দায় স্বীকার ‘মোস্ট ওয়ান্টেড’ হরজিত লাড্ডির! Niti Ayog: নীতি আয়োগের রিপোর্টে মানচিত্র বিভ্রাট! মুখ্যমন্ত্রীর চিঠির পর সরল নীতি আয়োগের ত্রুটিযুক্ত মানচিত্র Shashi Tharoor: ‘গণতন্ত্রের অন্ধকার অধ্যায়’ – ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনায় শশী থারুর!

 

Life Style News

6 months ago

New Year Resolution: নিউ ইয়ার মানেই পেন-খাতা বা মোবাইলে 'রেজোলিউশন'! তা হলে দেখে নিন কয়েকটা 'রেজোলিউশন'

New Year's resolution
New Year's resolution

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: আর ঠিক ১০ দিন। তার পরেই নতুন বছর,২০২৫। এখন প্রশ্ন হল, ক্যালেন্ডারের পাতা বদলানোর এই দস্তুর আমাদের চেনা হলেও তাতে তারিখ ছাড়া আর কী কী বদলায়?নতুন বছর মানেই পেন-খাতা বা মোবাইলে 'রেজোলিউশন'। এই অভ্যাস কম-বেশি অনেকের রয়েছে। অথচ নতুন বছরটা পুরনো হতে না হতেই সেই রেজোলিউশনগুলো কেমন যেন হারিয়ে যায়। ছবিটা এবার একটু বদলাতে চান? তা হলে নজর দিন কয়েকটা 'রেজোলিউশন'-এ। 

নতুন বছরের প্রারম্ভে, অনেকেই নিজেদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার জন্য বিভিন্ন প্রতিজ্ঞা গ্রহণ করেন। এই প্রতিজ্ঞাগুলি ব্যক্তিগত উন্নতি, স্বাস্থ্যকর জীবনযাপন, বা নতুন দক্ষতা অর্জনের লক্ষ্যে হতে পারে। নিচে কিছু নতুন বছরের 'রেজোলিউশন'-র উদাহরণ দেওয়া হলো: 

১) নিয়মিত শরীরচর্চা করা: প্রতিদিন বা সাপ্তাহিক নির্দিষ্ট সময়ে ব্যায়াম করার অভ্যাস গড়ে তোলা।

২) সুষম খাদ্যাভ্যাস গ্রহণ করা: স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবার খাওয়ার মাধ্যমে শরীরকে সুস্থ রাখা।

৩) বই পড়ার অভ্যাস গড়ে তোলা: নতুন জ্ঞান অর্জনের জন্য নিয়মিত বই পড়া।

৪) ধূমপান বা মদ্যপান ত্যাগ করা: স্বাস্থ্য সুরক্ষার জন্য এই ধরনের অভ্যাস ত্যাগ করা।

৫) নিয়মিত ধ্যান বা যোগব্যায়াম করা: মানসিক শান্তি ও স্থিতিশীলতার জন্য এই অভ্যাস গড়ে তোলা।

৬) পরিবার ও বন্ধুদের সাথে আরও সময় কাটানো: সম্পর্ক মজবুত করার জন্য প্রিয়জনদের সাথে সময় ব্যয় করা।

৭) নতুন দক্ষতা শেখা: যেমন একটি নতুন ভাষা, বাদ্যযন্ত্র বাজানো, বা রান্না শেখা।

৮) আর্থিক সঞ্চয় বাড়ানো: ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করার পরিকল্পনা করা।

৯) পরিবেশ সুরক্ষায় অংশগ্রহণ করা: গাছ লাগানো, প্লাস্টিক ব্যবহার কমানো, বা পুনর্ব্যবহারযোগ্য পণ্য ব্যবহার করা।

১০) প্রতিদিন পর্যাপ্ত মাত্রায় জল পান করুন। 

এই প্রতিজ্ঞাগুলি গ্রহণ করে এবং সেগুলি পালন করে, নতুন বছরে নিজের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।।।

You might also like!