Life Style News

22 hours ago

Skin Care: ত্বককে সুন্দর করুন,সতেজ রাখুন ঘরোয়া কয়েকটি নিয়মে, জেনে নিন!

Skin Care
Skin Care

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ত্বকের ঔজ্জ্বল্য দিন দিন কমছে? শীতের দিনে ত্বক ক্রমাগত শুষ্ক হয়ে যাচ্ছে? ত্বকের সমস্যায় ভুগতে ভুগতে ক্লান্ত! অনেকেই বিভিন্ন ট্রিটমেন্ট করে থাকেন তবে তাতে আশানুরূপ ফল পাওয়া যায় না। এরূপ স্বল্পমেয়াদি সমাধান নয়, মেনে চলুন দীর্ঘমেয়াদি কয়েকটি প্রাকৃতিক উপায়ে সৌন্দর্য থাকার টিপস্।ব্রণ,একজিমা,ট্যানিং সহ নানান সমস্যা সারিয়ে তুলতে উল্লেখিত পদ্ধতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ত্বকের যত্ন নিতে মেনে চলুন কয়েকটি টিপস -

১) ত্বক পরিষ্কারের জন্য একটি ভালো ক্লিনজার ব্যবহার করুন। এই ক্লিনজার আপনার ত্বককে পরিস্কার করবে ফলত ত্বক উজ্জ্বল হবে।

২) ত্বককে হাইড্রেটেড রাখতে এবং শুষ্কতা প্রতিরোধ করতে ভালো ময়েশ্চারাইজার ব্যবহার করুন। মুখের পাশাপাশি আপনার শরীরকে ময়েশ্চারাইজ করুন।

৩) কর্মক্ষেত্রে যাওয়ার জন্য প্রতিদিনই সূর্যের তাপকে উপেক্ষা করে রওনা দিতে হয় কমবেশি অনেকেই। তাই কাজে বেরোনোর আগে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করুন।এটি ট্যান প্রতিরোধে অত্যন্ত কার্যকরী।প্রত্যহ এটি ব্যবহার করলে ত্বকের ক্যান্সারের ঝুঁকি কমে।

৪) স্বাস্থ্যকর ত্বক তৈরি করতে টোনার ব্যবহার করুন।

৫) মেকআপ নিয়ে কখনও ঘুমোবেন না। সর্বদা মেকআপ রিমুভ করুন এবং ফেস ওয়াশ দিয়ে মুখটি ভালোভাবে পরিষ্কার করুন। এক্ষেত্রে ওয়াইপস ব্যবহার করতে পারেন।

৬) কখনই পিম্পলস ফাটাবেন না, এর অন্যথায় ওর মধ্যে থাকা পুঁজ আশেপাশের ত্বকে ছড়িয়ে পড়ে এবং ব্রণর সমস্যা বাড়িয়ে তোলে।

৭) অতিরিক্ত ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যকর ত্বক বজায় রাখতে বাঁধা সৃষ্টি করে,তাই ধূমপান এবং অ্যালকোহল সেবন বন্ধ করুন। মনে রাখবেন, সিগারেটে তামাক থাকে যা ত্বককে বিবর্ণ এবং শুষ্ক করে।

৮) ত্বকের শুষ্কতা থেকে রক্ষা পেতে লোশন ব্যবহার করুন।

You might also like!