Game

12 hours ago

Cristiano Ronaldo: ২০২৪ সালে আয়ের দিক থেকে এগিয়ে রোনাল্ডো

Cristiano Ronaldo (Symbolic picture)
Cristiano Ronaldo (Symbolic picture)

 

কলকাতা, ২৬ ডিসেম্বর : বছর শেষে সবকিছু নিয়েই চলে হিসাব-নিকাশের পালা। ২০২৪ সাল বিদায় নেওয়ার আগেই ফেলে আসা বছরটায় কোন খেলোয়াড় কত বেশি আয় করল তার একটা হিসাব নিকাশ কষেছে বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী ‘ফোর্বস’।

এর সর্বোচ্চ আয়ের তালিকায় শীর্ষে আছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ।

ইউরোপের শীর্ষ পর্যায়ের ক্লাব গুলো ছেড়ে সৌদি আরবে পাড়ি জমালেও ক্রিস্টিয়ানো রোনাল্ডোর আয় কমেনি। বরং দুই হাত ভরে উপার্জন করেছেন অনেক টাকা ।

দুইয়ে আছেন স্প্যানিশ গলফার জন রাম। আর তিনে অবস্থান আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। এই তালিকায় চারে আছেন যুক্তরাষ্ট্রের কিংবদন্তি বাস্কেটবল তারকা লেব্রন জেমস আর পাঁচে অবস্থান রিয়াল মাদ্রিদের ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে।

ফোর্বসের প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে ২৬ কোটি মার্কিন ডলার আয় করে সবচেয়ে বেশি উপার্জনকারী ক্রীড়াবিদ হয়েছেন রোনাল্ডো। এই বছর শীর্ষ ১৫ মহিলা ক্রীড়াবিদ মিলে আয় করেছেন ২২ কোটি ১৩ লাখ ডলার। অর্থাৎ এই ১৫ জনের চেয়ে রোনাল্ডোর আয় ৩ কোটি ৮৭ লাখ ডলার বেশি। মহিলা ক্রীড়াবিদদের মধ্যে ২০২৪ সালে সবচেয়ে বেশি আয় করেছেন যুক্তরাষ্ট্রের টেনিস তারকা কোকো গফ (৩ কোটি ৪ লাখ ডলার)।

পুরুষ ক্রীড়াবিদদের মধ্যে দুইয়ে থাকা জন রামের আয় ২১ কোটি ৮০ লাখ ডলার। মেসির আয় রোনাল্ডোর প্রায় অর্ধেক। ইন্টার মায়ামি তারকা এ বছর ১৩ কোটি ৫০ লাখ ডলার আয় করেছেন। মার্কিন বাস্কেটবল তারকা লেব্রন জেমস আয় করেছেন ১২ কোটি ৮০ লাখ ডলার এবং পাঁচে থাকা এমবাপ্পের আয় ১১ কোটি ডলার।

You might also like!