মেলবোর্ন, ২৬ ডিসেম্বর : বৃহস্পতিবার এমসিজিতে টেস্টের প্রথম দিনে। ম্যাচের ১০ম ওভার শেষে সিরাজের শেষ বলে সিঙ্গেল নিয়ে হাতের গ্লাভস খুলতে খুলতে অন্য প্রান্তের সতীর্থ ব্যাটসম্যান উসমান খাজার দিকে এগিয়ে যাচ্ছিলেন স্যাম কনস্টাস। তখন উল্টো দিক থেকে বল হাতে এগিয়ে আসা বিরাট কোহলির সঙ্গে ধাক্কা লাগে। ধাক্কার পর উত্তপ্ত বাক্য বিনিময় হয় কোহলি ও কনস্টাসের। মাঠের আম্পায়ারেরা এসে পরিস্থিতি শান্ত করেন।
আইসিসির আচরণবিধিতে বলা আছে, ‘ক্রিকেটে যে কোনও ধরনের শারীরিক সংঘর্ষ নিষিদ্ধ। ইচ্ছাকৃতভাবে কিংবা না বুঝে, সেটা যেভাবেই হোক আম্পায়ার কিংবা অন্য খেলোয়াড়ের সঙ্গে হেঁটে বা দৌড়ের সময় মুখোমুখি হয়ে পথে বাধা তৈরি করলে তারা আইনটি ভঙ্গ করবে।’
ম্যাচ রেফারি পাইক্রফট মনে করেন, কোহলি লেভেল টু পর্যায়ের অপরাধ করেছেন। তার জন্য ৩ কিংবা ৪টি ডিমেরিট পয়েন্ট পেতে পারেন কোহলি। ৪ ডিমেরিট পয়েন্ট পেলে এক ম্যাচের নিষেধাজ্ঞা হতে পারে কোহলির। সে ক্ষেত্রে সিডনির শেষ টেস্টে হয়তো খেলা হবে না কোহলির। ২০১৯ সালের পর থেকে কোহলি আইসিসির শাস্তি পাননি।