Breaking News
 
Rajnath Singh vows action after Delhi explosion:‘দিল্লি বিস্ফোরণে মৃত ১২, 'কাউকে ছাড় নয়'—দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রাজনাথের Delhi Blast : গাড়ি বোমা হামলায় আটক ৪! জড়িতদের ধরতে দিল্লির হোটেলে রাতভর চিরুনি তল্লাশি ও জেরা Red Fort Explosion: লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণ! আগুনে পুড়ল একাধিক গাড়ি, মৃত্যু অন্তত আটজন—তদন্তে নামল এনআইএ ও এনএসজি Suvendu attack mamata banerjee : মমতা ও তাঁর সরকার অনুপ্রবেশকারীদের সুরক্ষা দিচ্ছে : শুভেন্দু অধিকারী Prime Minister Narendra Modi : আরও ৪টি বন্দে ভারত ট্রেনের যাত্রা শুরু, বারাণসী থেকে সূচনা প্রধানমন্ত্রীর Michael Jackson Biopic: জাফর ইন দ্য হাউস! মাইকেল জ্যাকসনের বায়োপিকের টিজ়ার প্রকাশ্যে, মামার চরিত্রে নজর কাড়লেন ভাইপো

 

West Bengal

10 months ago

Dilip Ghosh :একাধারে ইউনুস প্রশাসন ও ফিরহাদের বিতর্কিত মন্তব্যকে কটাক্ষ দিলীপের

Dilip Ghosh
Dilip Ghosh

 

দুরন্ত  বার্তা ডিজিটাল ডেস্কঃ বাংলাদেশে অচলাবস্থার জন্য ইউনুস প্রশাসনকে কাঠগড়ায় তুললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তেমনই তিনি সমালোচনা করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের বিতর্কিত মন্তব্যের। হিন্দু সুরক্ষা দলের নামে সভার আয়োজন করে। সেখানেই দিলীপবাবু এই ম্তব্য করেন। রানি রাসমনি রোডে এদিনের ধিক্কার সভায় উপস্থিত ছিলেন বিজেপি-র কিছু নেতা সহ গেরুয়া শিবিরের এক ঝাঁক নেতা। অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দেন তিনি।

বিজেপি নেতার অভিযোগ, ‘বাংলাদেশ উর্দুর বিরুদ্ধে লড়াই করে স্বাধীন হয়েছে। উনি (ফিরহাদ হাকিম) মুখ্যমন্ত্রীর আশীর্বাদে পশ্চিমবাংলাকে মুসলিম দেশ করতে উঠেপড়ে লেগেছেন। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কারণেই এদিনের প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে।’

বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি মনে করিয়ে দেন, হিন্দুদের সুরক্ষা চাই। তাঁদের উপর অত্যাচারের বিহিত চেয়েই আজ পথে নামা। দিলীপের অভিযোগ, সংবিধানের শপথ নিয়ে কীভাবে ফিরহাদ হাকিম, হুমায়ুন কবীররা মুসলিম রাষ্ট্র বানানোর কথা বলতে পারেন? দলের উচিত তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।দিলীপবাবু প্রশ্ন তোলেন, তৃণমূল কংগ্রেস কী মৌলবাদীদের পার্টি হয়ে গেছে? যারাই তাদের ভোট দিয়ে জিতিয়েছেন তাঁদেরই উদ্বাস্তু বলে দেশ থেকে তাড়ানোর চক্রান্ত করা হচ্ছে। বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের বিজয় এবং দেশের স্বাধীনতার প্রতীক হিসেবে স্মরণীয় দিনটি। সারাদেশে সরকারি ও বেসরকারি নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়। কিন্তু চলতি বছরে পরিস্থিতি অনেকটা বদলেছে। উৎসবের দিন বদলে গেছে আতঙ্ক, বিষাদে। বিজয় দিবসে অগ্নিগর্ভ পরিস্থিতির অবসান ঘটাতেই এদিনের ধিক্কার মিছিলের আয়োজন করা হয়। এদিন হাওড়া থেকেও একটি মিছিল রানি রাসমনি রোডে এসে পৌঁছয়।

You might also like!