Country

4 days ago

Dal Lake partially freezes: ঠান্ডায় জমে যাচ্ছে ডাল লেক, শ্রীনগরের তাপমাত্রা হিমাঙ্কের নীচেই

Dal Lake partially freezes
Dal Lake partially freezes

 

শ্রীনগর, ১৮ ডিসেম্বর : কনকনে ঠান্ডায় কাঁপছে জম্মু ও কাশ্মীর। ঠান্ডায় রীতিমতো জমে যাচ্ছে শ্রীনগরের ডাল লেক, বুধবার সকালে দেখা যায় ডাল লেকের জলে বরফের হালকা আস্তরণ জমে গিয়েছে। বুধবারও শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা হিমাঙ্কের নীচেই। বুধবার শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৫.০ ডিগ্রি সেলসিয়াস।

ভূস্বর্গের সর্বত্রই বুধবার হাড়কাঁপানো ঠান্ডা অনুভূত হয়েছে। শ্রীনগর, গুলমার্গ, পহেলগাম-সহ কাশ্মীরের নানা স্থানেই হিমাঙ্কের অনেকটাই নীচে নেমে গিয়েছে সর্বনিম্ন তাপমাত্রার পারদ। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৬ ডিসেম্বর পর্যন্ত মূলত শুষ্ক থাকবে জম্মু ও কাশ্মীরের আবহাওয়া। তবে, ২১-২২ ডিসেম্বর উঁচু পাহাড়ে হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

You might also like!