Breaking News
 
Rajnath Singh vows action after Delhi explosion:‘দিল্লি বিস্ফোরণে মৃত ১২, 'কাউকে ছাড় নয়'—দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রাজনাথের Delhi Blast : গাড়ি বোমা হামলায় আটক ৪! জড়িতদের ধরতে দিল্লির হোটেলে রাতভর চিরুনি তল্লাশি ও জেরা Red Fort Explosion: লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণ! আগুনে পুড়ল একাধিক গাড়ি, মৃত্যু অন্তত আটজন—তদন্তে নামল এনআইএ ও এনএসজি Suvendu attack mamata banerjee : মমতা ও তাঁর সরকার অনুপ্রবেশকারীদের সুরক্ষা দিচ্ছে : শুভেন্দু অধিকারী Prime Minister Narendra Modi : আরও ৪টি বন্দে ভারত ট্রেনের যাত্রা শুরু, বারাণসী থেকে সূচনা প্রধানমন্ত্রীর Michael Jackson Biopic: জাফর ইন দ্য হাউস! মাইকেল জ্যাকসনের বায়োপিকের টিজ়ার প্রকাশ্যে, মামার চরিত্রে নজর কাড়লেন ভাইপো

 

West Bengal

10 months ago

Tathagata Roy: মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর অবদানের কথা স্মরণ তথাগতর

Tathagata Roy
Tathagata Roy

 

কলকাতা, ১৭ ডিসেম্বর : বাংলাদেশ সৃষ্টির মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর অবদানের কথা স্মরণ করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।মঙ্গলবার তিনি এক্সবার্তায় লিখেছেন, “নিঃসন্দেহে ১৯৭১ সালে বাংলাদেশী মুক্তিবাহিনী গেরিলারা পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। একইভাবে নিঃসন্দেহে, ভারতীয় সেনাবাহিনী এসে পাকিস্তানিদের না হারালে আধুনিক অস্ত্রে সজ্জিত প্রশিক্ষিত সৈন্যদের পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে মুক্তিবাহিনী কিছুই করতে পারত না।

এছাড়াও নিঃসন্দেহে, ভারতীয় সেনাবাহিনী এবং মুক্তিবাহিনী শুধু পাকিস্তানিদের সাথেই নয়, বিহারী মুসলমান এবং বাঙালি মুসলমান রাজাকার, আল-বদর এবং আল-শামসের সাথেও যুদ্ধ করছিল। চুকনগর এবং রায়ের বাজারের জঘন্য হিন্দু বিরোধী গণহত্যায় এই অধস্তনরা পাকিস্তানিদের সাহায্য করেছিল।

আজকের বাংলাদেশের শাসক বাহিনী মূলত একাত্তরের রাজাকারদের বংশধর। এই কারণেই পাকিস্তানি জেনারেল টিক্কা খান তাঁদের সৈন্যদের বাঙালি নারীদের গর্ভে পাকিস্তানের বীজ দেওয়ার পরামর্শ দিয়েছিলেন।”

You might also like!