Game

11 hours ago

David Shepherd: শুক্রবার ডেভিড শেফার্ডের জন্মদিন

David Shepherd (Symbolic picture)
David Shepherd (Symbolic picture)

 

কলকাতা, ২৫ ডিসেম্বর : বিশ্ব ক্রিকেটে আম্পায়ার ডেভিড শেফার্ড-এর নাম জানে না এমন কেউ প্রায় নেই। ৬টি বিশ্বকাপে আম্পায়ারিং করা সেই ডেভিড শেফার্ড-এর শুক্রবার জন্মদিন। ১৯৪০ সালের ২৭ ডিসেম্বর তাঁর জন্ম হয়। তিনি বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল পরিচালনা করেন ৩ বার ১৯৯৬, ১৯৯৬ ও ২০০৩–এ। ডেভিড শেফার্ড ৯২টি টেস্ট, ১৭২ টি ওয়ান ডে পরিচালনা করেন। জনপ্রিয় এই আম্পায়ার ২০০৯ সালে ৬৮ বছর বয়সে মারা যান। মরণ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন তিনি।

You might also like!