মেলবোর্ন, ২৫ ডিসেম্বর : অস্ট্রেলিয়া বুধবার চতুর্থ টেস্টের জন্য তাদের প্লেয়িং একাদশ ঘোষণা করেছে। অনেক অনিশ্চয়তার পর ট্র্যাভিস হেড বৃহস্পতিবার চতুর্থ টেস্টে খেলতে নামছেন। আর কিশোর স্যাম কনস্টাসের অভিষেক নিশ্চিত হয়েছে। কামিন্স বুধবার সকালে এক প্রেস কনফারেন্সের মাধ্যমে এ কথা জানান ।
বক্সিং ডে টেস্টের জন্য অস্ট্রেলিয়ার একাদশ:উসমান খাজা, স্যাম কনস্টাস, মারনাস লাবুসচেন, স্টিভ স্মিথ, ট্র্যাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স কেরি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লিয়ন, স্কট বোল্যান্ড।