Country

5 days ago

weather Update in delhi: মঙ্গলে রাজধানীর বাতাসের গুণমান 'খুব খারাপ', চিন্তিত দিল্লিবাসীরা

Capital's air quality 'very poor' in Mangal, worried Delhiites
Capital's air quality 'very poor' in Mangal, worried Delhiites

 

নয়াদিল্লি, ১৭ ডিসেম্বর : বিগত মাসব্যাপী দিল্লির বাতাসের গুণগতমান ক্রমশ খারাপ পর্যায়ে পৌঁছেছে। মঙ্গলবারও তার ব্যতিক্রম হলো না। দূষণে দুর্বিষহ অবস্থার মধ্যে রয়েছেন দেশের জাতীয় রাজধানীর বাসিন্দারা। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের (সিপিসিবি) তথ্য অনুসারে, এদিন সকালে দিল্লির বেশ কিছু এলাকার বাতাসকে 'খুব খারাপ' পর্যায়ভুক্ত করা হয়েছে।

মঙ্গলবার সকালে কুয়াশা ও ধোঁয়াশায় আচ্ছন্ন ছিল দিল্লির একাধিক এলাকা। এদিন সকালে দিল্লির বেশ কিছু জায়গায় এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ৪১৮। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দিল্লিবাসীরা।

You might also like!