Country

1 day ago

Weather Forcast in Delhi : কুয়াশায় মোড়া তাজমহল, দিল্লি কাঁপছে কনকনে ঠান্ডায়

Taj Mahal shrouded in fog, Delhi shivers in Konkan cold
Taj Mahal shrouded in fog, Delhi shivers in Konkan cold

 

নয়াদিল্লি, ২৬ ডিসেম্বর : কনকনে ঠান্ডায় কাঁপছে রাজধানী দিল্লি। শীতের দাপটে রীতিমতো জবুথবু অবস্থা রাজধানীজুড়ে। একইসঙ্গে ঘন কুয়াশায় দুর্বিষহ পরিস্থিতি রাজধানীতে। বৃহস্পতিবার সকালে দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ৭.০ ডিগ্রি সেলসিয়াসে।

শীত থেকে রেহাই পেতে বহু মানুষকে এদিন সকালেও আগুনের তাপ নিতে দেখা যায়। গৃহহীনদের জন্য থাকারও ব্যবস্থা করা হয়েছে দিল্লিতে। কুয়াশার কারণে এদিন সকালে দিল্লিগামী ১৮টি ট্রেন দেরিতে চলাচল করেছে।

প্রবল ঠান্ডায় কাঁপছে উত্তর প্রদেশও। একইসঙ্গে রয়েছে ঘন কুয়াশা। বৃহস্পতিবার সকালে তাজনগরী আগ্রা কুয়াশায় আচ্ছন্ন ছিল, দূর থেকে অস্পষ্ট দেখা যাচ্ছিল তাজমহলকে।

You might also like!