কলকাতা, ২৭ ডিসেম্বর : মনমোহন সিংয়ের প্রয়াণে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানালেন তথাগত রায়।
তথাগতবাবু শুক্রবার এক্সবার্তায় লিখেছেন, “প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন। অসাধারণ একজন অর্থমন্ত্রী। নেহরুর মতাদর্শের অর্থনীতি দেশকে আটকে রেখেছিল। মনমোহন সিং তা থেকে ভারতকেথেকে বের করে আনতে সাহায্য করেছিেন। এর জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। এক সজ্জন মানুষ, শান্ত কর্মী, অসামান্য পণ্ডিত ছিলেন। ওম শান্তিঃ।”