Game

17 hours ago

Babar Azam: ৩ ফরম্যাটে ৪ হাজারি ক্লাবে বাবর

Babar Azam (Symbolic picture)
Babar Azam (Symbolic picture)

 

সেঞ্চুরিয়ান, ২৭ ডিসেম্বর : বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে সেঞ্চুরিয়ন টেস্ট। চলমান এই ম্যাচে ৪ রান করে ডেন পেটারসনের ওভারে আউট হয়েছেন প্রাক্তন অধিনায়ক বাবর আজম। আর তাতেই তিনি ঢুকে গেলেন দারুণ এক ক্লাবে, সব ফরম্যাটে ৪ হাজারি রানের ক্লাব। টেস্টে ৪ হাজার রান পূর্ণ হওয়ার জন্য মাত্র ৩ রান দরকার ছিল বাবরের। কোরবিন বোসকে ৪ মেরে সেই ক্লাবে ঢোকেন তিনি। ৩ ফরম্যাটে ৪ হাজার রানের এই ক্লাবে প্রবেশ করাদের মধ্যে বাবর বিশ্বের তৃতীয় ক্রিকেটার।

২০২২ সালে দরজাটা খুলেছিলেন বিরাট কোহলি। টেস্টে ৯ হাজার ১৬৬, ওয়ানডেতে ১৩ হাজার ৯০৬ ও টি-টোয়েন্টিতে ৪ হাজার ১৮৮ রান তাঁর নামের পাশে। এ বছরের জুনে কোহলিকে অনুসরণ করেন রোহিত শর্মা। টিম ইন্ডিয়ার অধিনায়কের টেস্টে ৪ হাজার ২৯০, ওয়ানডেতে ১০ হাজার ৮৬৬ ও টি-টোয়েন্টিতে ৪ হাজার ২৩১ রান রয়েছে।

You might also like!