লন্ডন, ২৭ ডিসেম্বর : ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) বৃহস্পতিবার রাতে যোগ করা সময়ের গোলে ফুলহ্যামের কাছে ২-১ এ হেরেছে চেলসি।টানা ১২ ম্যাচ অপরাজিত থাকা চেলসি হোঁচট খেলো ফুলহ্যামের বিপক্ষে। শুরুতে এগিয়ে থেকেও হারল তাঁরা শেষ মুহূর্তের গোলে। শেষবার হেরেছিল ৩১ অক্টোবর কারাবো কাপে নিউক্যাসলের বিরুদ্ধে।
ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল চেলসি। ১৬ মিনিটে গোল করেন কোল পালমার। ১-০ গোলে তাঁরা এগিয়ে ছিল ৮১ মিনিট পর্যন্ত। ৮২ মিনিটে ফুলহ্যামকে সমতায় ফেরান হ্যানি উইলসন। যোগ করা ৬ মিনিটের ৫ মিনিটে লুকিসের পাস বক্সে পেয়ে গোল করেন তিনি।হারলেও টেবিলের দুইয়ে আছে চেলসি। ১৮ ম্যাচে ১০ জয় ও ৫ ড্রয়ে তাঁদের ৩৫ পয়েন্ট। শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট ১৬ ম্যাচে ৩৯। এদিকে চেলসিকে হারিয়ে ২৮ পয়েন্ট নিয়ে আটে উঠে আছে ফুলহ্যাম।