Game

18 hours ago

Boxing Day Test: হলান্ডের পেনাল্টি মিস, পয়েন্ট হারাল সিটি

Boxing Day Test (Symbolic picture)
Boxing Day Test (Symbolic picture)

 

ইতিহাদ, ২৭ ডিসেম্বর  : বক্সিং ডে ফুটবলেও ম্যানচেস্টার সিটির খারাপ অবস্থা অব্যাহত। বৃহস্পতিবার রাতে নিজেদের মাঠে ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ এভারটনের বিপক্ষে শুরুতে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ১–১ ড্র করল পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। এ নিয়ে লিগে টানা ৪ ম্যাচে পয়েন্ট হারাল বর্তমান চ্যাম্পিয়নসরা। সব প্রতিযোগিতা মিলিয়ে সিটি ১৩ ম্যাচের ১২টিতেই মাঠ ছাড়ল জয় ছাড়া।

ম্যাচের ৫১ মিনিটে পেনাল্টি পেয়েছিল সিটি। কিন্তু আর্লিং হলান্ড গোল করতে ব্যর্থ হন। তাঁর বাঁ পায়ের দুর্বল শট রুখে দেন এভারটন গোলকিপার জর্ডান পিকফোর্ড। এর আগে ম্যাচের ১৪ মিনিটে সিটিকে এগিয়ে দেন বের্নার্দো সিলভা। ৩৬ মিনিটে গোলটি শোধ করেন ইলিমান এনদিয়ায়ে।প্রথমার্ধে দুই গোলের পর দ্বিতীয়ার্ধে কেউই আর গোল করতে পারেনি। সিটির জন্য পেনাল্টিতে সুযোগ থাকলেও সেটি থেকে গোল করছে ব্যর্থ হয় হলান্ড।পেনাল্টি মিস না করলে ইতিহাদের ম্যাচটিতে সিটি জিততে পারত ২–১ ব্যবধানে। শেষ পর্যন্ত তাঁরা হতাশা নিয়েই মাঠ ছাড়ে।


You might also like!