শ্রীনগর, ২৭ ডিসেম্বর : শীতের দাপটে শ্রীনগরের ডাল লেক জমে আগেই বরফে পরিণত হয়েছে। শুক্রবারও বরফ জমা ডাল লেকের ছবি দেখা গেছে সোশ্যাল মিডিয়ায়। দেখা যাচ্ছে, বরফ সরিয়ে নৌকা চালাতে হচ্ছে সেখানে।জানা গেছে, প্রবল ঠান্ডার কারণে এখানে সমস্যা বাড়ছে মানুষের। জলের পাইপ জমে বরফ হয়ে যাচ্ছে। বিদ্যুৎ সরবরাহ পর্যাপ্ত না হওয়ায় ঘর গরম রাখতে বহু জায়গায় মাটির উনুনই ভরসা।
জানা গেছে, বৃহস্পতিবার রাতে শ্রীনগরের তাপমাত্রা ছিল মাইনাস ৭.৩ ডিগ্রি, গুলমার্গ এ ছিল মাইনাস ৬, পহেলগামে ৮.৬, কাজিগুন্ড ও কোকেরনাগ এলাকায় যথাক্রমে মাইনাস ৭ ও ৯ ডিগ্রি।