Country

15 hours ago

Amit saha : প্রতিটি পঞ্চায়েতে সমবায় কোনও না কোনও রূপে কাজ করা উচিত : অমিত শাহ

Amit Shah
Amit Shah

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ  নতুন দিল্লিতে ১০ হাজার নতুন প্রতিষ্ঠিত বহুমুখী প্রাথমিক কৃষি সমবায় সমিতি, দুগ্ধ ও মৎস্য সমবায় দেশবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। সমবায়ের জাতীয় সম্মেলনে নবগঠিত সমবায় সমিতিগুলিকে নিবন্ধিত শংসাপত্ররূপে কিষান ক্রেডিট কার্ড এবং মাইক্রো এটিএম বিতরণ করা হয়। পঞ্চায়েতগুলিতে সহজে ক্রেডিট পরিষেবা প্রদান ও আর্থিক অন্তর্ভুক্তিকে উন্নত করার লক্ষ্যেই এই ব্যবস্থাপনা। এর ফলে গ্রামের মানুষ যেমন বিভিন্ন প্রকল্পের সুবিধা ভোগ করতে পারবেন, তেমনই দেশের অর্থনৈতিক অগ্রগতিতেও তারা অংশ নিতে পারবেন।

অমিত শাহ এদিন বলেছেন, "প্রতিটি পঞ্চায়েতে সমবায় কোনও না কোনও রূপে কাজ করা উচিত এবং যদি কেউ আমাদের দেশের ত্রি-স্তরীয় সমবায় কাঠামোকে সর্বাধিক শক্তি দিতে পারেন, তবে এটি আমাদের প্রাথমিক সমবায় সমিতি হতে পারে এবং তাই আমরা প্রথম সিদ্ধান্ত নিয়েছি, ২ লক্ষ পিএসিএস গঠন করা হবে...আমরা পিএসিএস বহুমাত্রিক করেছি, স্টোরেজের সাথে যুক্ত করেছি, সার বিতরণের সাথে যুক্ত করেছি এবং গ্যাসের সাথে যুক্ত করেছি। বিতরণ, তাদের সার বিতরণের সাথে সংযুক্ত করা হয়েছে।

You might also like!