Country

5 days ago

President Droupadi Murmu to visit: পাঁচদিনের অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা সফরে রাষ্ট্রপতি

President Droupadi Murmu to visit
President Droupadi Murmu to visit

 

নয়াদিল্লি, ১৭ ডিসেম্বর: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মঙ্গলবার থেকে শনিবার (২১ ডিসেম্বর) পর্যন্ত পাঁচদিনের অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা সফর করবেন। এই সময়ে তিনি সেকেন্দ্রাবাদের রাষ্ট্রপতি নিলয়মে থাকবেন।

রাষ্ট্রপতি ভবন সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি ১৭ ডিসেম্বর অন্ধ্রপ্রদেশের মঙ্গলগিরিতে এইমস-এর সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। ১৮ ডিসেম্বর তিনি সেকেন্দ্রাবাদের রাষ্ট্রপতি নিলয়মে একাধিক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন। ২০ ডিসেম্বর, রাষ্ট্রপতি সেকেন্দ্রাবাদের ডিফেন্স ম্যানেজমেন্ট কলেজে প্রেসিডেন্টস কালার প্রদান করবেন। রাষ্ট্রপতি নিলয়মে রাজ্যের বিশিষ্ট নাগরিক এবং শিক্ষাবিদদের সম্মানে আয়োজিত এক সভায় যোগ দেবেন বলেও জানা গেছে।

You might also like!