দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ত্রিপুরার বেশীরভাগ বিদ্যুৎ উৎপাদন হচ্ছে গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলি থেকে। প্রাকৃতিক গ্যাসের যোগানও এক সময়ে শেষ হয়ে যাবে। তাই বিকল্প শক্তি ব্যবহারের উপর আরও বেশী গুরুত্ব দিতে হবে। পশ্চিম ত্রিপুরা জেলার মোহনপুর মহকুমায় মোহনপুর ট্রানজিট ক্যাম্প ও ৩৩ কেভি সাব স্টেশনের শিলান্যাস করে বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ একথা বলেন।
বিদ্যুৎ মন্ত্রী আরও বলেন, আধুনিক পৃথিবীতে প্রতি মুহুর্তেই আমাদের বিদ্যুৎ পরিষেবার প্রয়োজন। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিদ্যুৎ পরিকাঠামোর উন্নয়ন ও ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে বিশেষ গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, ট্রানজিট ক্যাম্পটি তৈরী করতে ব্যয় হবে প্রায় দেড় কোটি টাকা।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহনপুর পুর পরিষদের চেয়ারপার্সন অনিতা দেবনাথ, ভাইস চেয়ারপার্সন শঙ্কর দেব, মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রাকেশ দেব, সমাজসেবী ধীরেন্দ্র দেবনাথ, ত্রিপুরা বিদ্যুৎ নিগমের ট্রান্সমিশন জেনারেল ম্যানেজার রতন দেববর্মা প্রমুখ।