Country

2 days ago

Shivraj Singh Chauhan:ধরিত্রী এখন বিপদের মুখে, উদ্বেগ প্রকাশ শিবরাজের

Shivraj Singh Chauhan
Shivraj Singh Chauhan

 

নয়াদিল্লি, ৪ জানুয়ারি : ধরিত্রী এখন বিপদের মুখে, উদ্বেগ প্রকাশ করে বললেন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান। বসুন্ধরাকে বাঁচাতে বৃক্ষরোপণের ওপর জোর দিয়েছেন শিবরাজ সিং চৌহান।

শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিবরাজ সিং চৌহান বলেছেন, "পৃথিবী এখন বিপদে রয়েছে। পরিবেশের এভাবে অবনতি ঘটতে থাকলে এখন প্রশ্ন হচ্ছে, আগামী প্রজন্মের জন্য পৃথিবী বাসযোগ্য থাকবে কিনা। পরিবেশ সংরক্ষণের জন্য আমাদের অভিযান চালাতে হবে। আমাদের প্রচার করার দরকার নেই, তবে অন্যদের অনুপ্রাণিত করার জন্য কিছু তো করতেই হবে। প্রতিদিন চারাগাছ রোপণের সিদ্ধান্ত নিয়েছি আমি। ২০২১ সালের ১৯ ফেব্রুয়ারির পর থেকে এমন কোনও দিন যায়নি, যেদিন আমি একটি চারাগাছ রোপণ করিনি।."

You might also like!