Country

2 days ago

Lucknow : লখনউয়ের হোটেলে ৫ জনের রহস্যজনক মৃত্যু, আগ্রার যুবক পাকড়াও

Mysterious death of 5 people in Lucknow hotel, youth of Agra nabbed
Mysterious death of 5 people in Lucknow hotel, youth of Agra nabbed

 

লখনউ, ১ জানুয়ারি : উত্তর প্রদেশের লখনউয়ের একটি হোটেলে ৫ জনের রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার হোটেলের ঘর থেকে ৫ জনের দেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় আগ্রার বাসিন্দা এক যুবককে পুলিশ পাকড়াও করে জিজ্ঞাসাবাদ করছে। ওই যুবক নিজের অপরাধের কথা স্বীকারও করেছে।

ডিসিপি সেন্ট্রাল রবীনা ত্যাগী বলেছেন, "বুধবার হোটেল "শরণ জিতের" একটি ঘরে পাঁচ জনের মৃতদেহ পাওয়া গিয়েছে। স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং আগ্রার বাসিন্দা ২৪ বছর বয়সী আরশাদ নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, পারিবারিক কলহের জেরে সে নিজের ৪ বোন ও মা-কে হত্যা করেছে।"

You might also like!