Country

11 hours ago

Delhi: কুয়াশায় আচ্ছন্ন দিল্লি, দৃশ্যমানতা কমে যাওয়ায় দেরিতে চলল ২০টি ট্রেন

Delhi shrouded in fog, 20 trains run late due to reduced visibility
Delhi shrouded in fog, 20 trains run late due to reduced visibility

 

নয়াদিল্লি, ২৫ ডিসেম্বর : প্রবল শীতের মধ্যেই ঘন কুয়াশার জনজীবন বিপর্যস্ত রাজধানী দিল্লিতে। বুধবার বড়দিনের সকালে জমজমাট ঠান্ডা ছিল রাজধানী দিল্লিতে। সেই সঙ্গে ছিল কুয়াশা ও দূষণ। কুয়াশা এতটাই বেশি ছিল যে, দিল্লিগামী ২০টি ট্রেন দেরিতে চলাচল করছে।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে দিল্লিগামী ২০টি ট্রেন এদিন সকালে দেরিতে চলাচল করেছে। এই ট্রেনগুলির মধ্যে রয়েছে দূরন্ত এক্সপ্রেস, ভোপাল এক্সপ্রেস, গোয়া এক্সপ্রেস প্রভৃতি।

You might also like!