Country

11 hours ago

Weather Forcast in Delhi : ঠান্ডায় কাঁবু দিল্লি, কুয়াশা ও দূষণে দুর্বিষহ অবস্থা রাজধানীতে

Cold Delhi, fog and pollution in the capital
Cold Delhi, fog and pollution in the capital

 

নয়াদিল্লি, ২৫ ডিসেম্বর : হাড়কাঁপানো ঠান্ডায় কাঁপছে রাজধানী দিল্লি। শীতের দাপটে রীতিমতো জবুথবু অবস্থা রাজধানীজুড়ে। একইসঙ্গে ঘন কুয়াশা ও দূষণে দুর্বিষহ পরিস্থিতি রাজধানীতে। বুধবার সকালে দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ৯.০ ডিগ্রি সেলসিয়াসে।

শীত থেকে রেহাই পেতে বহু মানুষকে এদিন সকালে আগুনের তাপ নিতে দেখা যায়। গৃহহীনদের জন্য থাকারও ব্যবস্থা করা হয়েছে দিল্লিতে। এই শীতের মধ্যেই দূষণের কারণে যথেষ্ট অস্বস্তিতে দিল্লীবাসী।

You might also like!