কলকাতা, ২৬ ডিসেম্বর : ব্যস্ত সময়ে যান্ত্রিক গোলযোগ দেখা দিল মেট্রোয়, বেলগাছিয়া স্টেশনে থমকে যায় মেট্রো পরিষেবা। পরে অবশ্য মেট্রো পরিষেবা স্বাভাবিক হয় ব্লু লাইনে। বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ বেলগাছিয়া স্টেশনে যান্ত্রিক গোলযোগের কারণে ডাউন লাইনে মেট্রো পরিষেবা আংশিক ভাবে বন্ধ হয়ে যায়। ফলে ব্যস্ত সময়ে দুর্ভোগে পড়েন যাত্রীরা।তবে গিরীশ পার্ক থেকে কবি সুভাষ স্টেশন পর্যন্ত মেট্রো পরিষেবা স্বাভাবিক ছিল। মেট্রো সূত্রে জানা যায়, যান্ত্রিক গোলযোগ দ্রুত ঠিক করা হয়। তার পর সকাল সাড়ে ৯টা নাগাদ স্বাভাবিক হয় পরিষেবা।