কলকাতা, ২৯ ডিসেম্বর : বছরের একেবারে শেষ লগ্নে এবং নতুন বছরের প্রথম দিনগুলিতে রাজ্যজুড়ে পারদপতনের সম্ভাবনা। বছরের শেষ লগ্নে শীতের আমেজ কিছুটা অন্তত ফিরবে বলে মনে করছেন আবহবিদরা। রাজ্যের বিভিন্ন জেলায় আগামী দু’দিনে তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে। তবে এর পরেই উত্তুরে হাওয়ার জেরে এক ধাক্কায় তাপমাত্রা বেশ কিছুটা নামতে পারে।
হাওয়া অফিস সূত্রে জানা গেছে, দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা আপাতত শুকনো থাকবে। তবে কয়েকটি রবিবার সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকালের দিকে কুয়াশার সম্ভাবনা।উত্তরবঙ্গের কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার। তাছাড়া পার্বত্য অঞ্চলে তুষারপাতের সম্ভাবনাও রয়েছে।