Country

2 days ago

weather update inHimachal Pradesh: ৭ জানুয়ারি পর্যন্ত তুষারপাত চলবে হিমাচলে, একইসঙ্গে বৃষ্টিরও পূর্বাভাস

weather update inHimachal Pradesh
weather update inHimachal Pradesh

 

শিমলা, ৩ জানুয়ারি : আগামী ৭ জানুয়ারি হিমাচল প্রদেশে চলবে তুষারপাত, একইসঙ্গে বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। ৪-৭ জানুয়ারি হিমাচল প্রদেশের উঁচু পাহাড়ে তুষারপাতের সম্ভাবনা রয়েছে, ওই সময়ে সমতলে হতে পারে বৃষ্টি।

শুক্রবারও হিমাচল প্রদেশের বিভিন্ন প্রান্তে তুষারপাত হয়েছে, এই তুষারপাতের সৌজন্যে কনকনে ঠান্ডা একটু কমলেও পাহাড় ঢেকেছে সাদা বরফে। এই সময়ে হিমাচল প্রদেশে বেড়াতে যাওয়া পর্যটকরা মনোরম দৃশ্য দেখে ভীষণ খুশি।

You might also like!