Entertainment

3 hours ago

Sunidhi Chauhan and Tamannaah Bhatia:শীতের শহরে জমজমাট জলসা, কলকাতায় এবার সুনিধি চৌহান, সঙ্গে তামান্না ভাটিয়াও, কবে কোথায় কনসার্ট?

Sunidhi Chauhan and Tamannaah Bhatia
Sunidhi Chauhan and Tamannaah Bhatia

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কলকাতায় চলছে একের পর এক জমজমাট কনসার্ট। প্রথমে দিলজিৎ দোসাঞ্ঝ, তারপর ব্রায়ান অ্যাডামস। তাঁরা তাদের সুরে শহরকে মাতিয়ে রেখেছিলেন। এবার বড়দিনের আগে কলকাতায় আসছেন বলিউডের জনপ্রিয় গায়িকা সুনিধি চৌহান সুনিধি চৌহান।

নিজের প্রযোজনায় তৈরি 'আই অ্যাম হোম' নিয়ে এবার কলকাতায় আসছেন গায়িকা। তাঁর শো ঘিরে ইতিমধ্যেই সঙ্গীতপ্রেমী শহরবাসীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। সুনিধি চৌহানের লাইভ ইন অ্যাকশনের জাদু অনুভব করার সুযোগ এসে গিয়েছে তাঁর অনুরাগীদের কাছে। ২৪ ডিসেম্বর, ২০২৪ তারিখে বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গনে সন্ধ্যা ৭ টায় শুরু হবে সুনিধির এই কনসার্ট। ইভেন্টের জন্য  ইনসাইডার ডট ইন (Insider.in) থেকে বুক করা যাবে টিকিট। ক্রিসমাসের ঠিক আগের রাতেই সুনিধির শো ঘিরে ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়ছে। "ধুম মাচা লে", "দেশি গার্ল", "কামলি", "পাগল কিয়া রে" এবং "শীলা কি জাওয়ানি" সহ তাঁর কিছু জনপ্রিয় গান গাইবেন সুনিধি।

You might also like!