Country

2 days ago

Srinagar:শ্রীনগরে ভয়াবহ অগ্নিকাণ্ড, হতাহতের খবর নেই

There is no news of serious fire in Srinagar
There is no news of serious fire in Srinagar

 

শ্রীনগর, ২৯ ডিসেম্বর : উপত্যকায় ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুন লাগলো শ্রীনগরের বাঘি আলি মারদান খান শিল্পাঞ্চলে।

জানা গেছে, শনিবার গভীর রাতে আগুন লাগে। মুহূর্তে ছড়িয়ে পড়ে আগুন। ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ইঞ্জিন। শুরু হয় আগুন নেভানোর কাজ। কীভাবে আগুন লাগলো এখনও জানা যায়নি। ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তবে হতাহতের কোনও খবর নেই এখনও পর্যন্ত।


You might also like!