শান্তিনিকেতন, ৩ জানুয়ারি : শুক্রবার কুলিক এক্সপ্রেসে বোলপুর শান্তিনিকেতন স্টেশনে নামলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ। তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের ডিজি রাজীব কুমার। তাঁদের স্বাগত জানাতে স্টেশনে উপস্থিত ছিলেন বীরভূমের জেলাশাসক বিধান রায়, পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায়-সহ উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিকরা। স্টেশন থেকে বাইরে এসে তাঁরা সিউড়ির মহম্মদ বাজারের উদ্দেশে রওনা দেন।