Country

5 hours ago

Tejashwi Yadav: বিহারের জনগণ পরিবর্তনের মেজাজে রয়েছেন, তেজস্বী যাদব

Tejashwi Yadav
Tejashwi Yadav

 

পাটনা, ৪ নভেম্বর : বিহারে আগামী ৬ নভেম্বর প্রথম দফায় ভোটগ্রহণ। মঙ্গলবার শেষ হচ্ছে প্রথম দফা নির্বাচনের ভোটপ্রচার। এদিন আরজেডি নেতা তথা মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব বললেন, বিহারের জনগণ পরিবর্তনের মেজাজে রয়েছেন। এদিন সকালে পাটনায় এক সাংবাদিক সম্মেলনে তেজস্বী যাদব বলেন, "আমরা সমগ্র বিহারে প্রচার চালিয়ে যাচ্ছি। নির্বাচনের প্রথম দফার প্রচারের আজ শেষ দিন। জনগণ পরিবর্তনের মেজাজে আছেন। এবার, বিহারের মানুষ গত ২০ বছর ধরে ক্ষমতায় থাকা সরকারকে উৎখাত করবে।" তেজস্বী যাদব আরও বলেন, "আমরা সরকার গঠনের পর, ১৪ জানুয়ারি মকর সংক্রান্তিতে, আমরা 'মাই বহিন মান যোজনা'-র অধীনে মহিলাদের অ্যাকাউন্টে পুরো এক বছরের জন্য ৩০,০০০ টাকা জমা করব।"

You might also like!