Country

1 day ago

Chhattisgarh journalist murder:সাংবাদিক মুকেশ হত্যায় মূল অভিযুক্ত গ্রেফতার, হায়দরাবাদ থেকে ধরল সিট

Chhattisgarh journalist murder
Chhattisgarh journalist murder

 

বস্তার, ৬ জানুয়ারি : ছত্তিশগড়ের 'নির্ভীক' সাংবাদিক মুকেশ চন্দ্রকর হত্যা মামলায় মূল অভিযুক্তকে পাকড়াও করল বিশেষ তদন্তকারী দল (সিট)। মুকেশেকে হত্যার পর থেকেই পালিয়ে বেড়াচ্ছিল মূল অভিযুক্ত সুরেশ চন্দ্রকর, রবিবার গভীর রাতে হায়দরাবাদ থেকে সুরেশকে গ্রেফতার করেছে সিট, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।বিজাপুর, বস্তারের অনেক দুর্নীতি এবং অপরাধের পর্দা ফাঁস করেছেন মুকেশ। আর এই নির্ভীক সাংবাদিকতার জন্যও জনপ্রিয় হয়ে উঠেছিলেন তিনি।

গত ৩ জানুয়ারি বিজাপুরের এক ঠিকাদারের বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে মুকেশের দেহ উদ্ধার হয়। তাঁর মৃত্যু ঘিরে তোলপাড় ছত্তিশগড়। ইতিমধ্যেই চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ধরা পড়ল মূল অভিযুক্তও।

You might also like!