Country

1 day ago

Umrangso :উমরাংসো কয়লা খাদানে আবদ্ধদের উদ্ধারে ভারতীয় সেনাবাহিনীর এসআরটি ফোৰ্স

Indian Army's SRT Force rescues those trapped in Umarangso Coal Mine
Indian Army's SRT Force rescues those trapped in Umarangso Coal Mine

 

গুয়াহাটি, ৬ জানুয়ারি  : মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মার আবেদনে সাড়া দিয়ে আপৎকালীন ভিত্তিতে উমরাংসো কয়লা খাদানে আবদ্ধ শ্রমিকদের উদ্ধারে ঝাঁপিয়েছে ভারতীয় সেনাবাহিনীর স্পেশাল রিলিফ টাস্ক (এসআরটি) ফোৰ্স।

ভারতীয় সেনাবাহিনীর স্পেশাল রিলিফ টাস্ক ফোৰ্সের অভিযানে রয়েছেন ডুবুরি, ইঞ্জিনিয়ার এবং প্রশিক্ষিত উদ্ধারকর্মীদের সমন্বয়ে একটি অত্যন্ত দক্ষ দল। অত্যাধুনিক সরঞ্জাম এবং সম্পদ দিয়ে সজ্জিত টাস্ক ফোর্স মিশনের সাফল্য নিশ্চিত করতে একজন সিনিয়র এবং অভিজ্ঞ অফিসারের নির্দেশনায় উদ্ধার কার্যে ঝাঁপিয়েছেন তাঁরা।

You might also like!