মুম্বই, ৮ জানুয়ারি : বাণিজ্যনগরী মুম্বই বুধবার সকালেও ধোঁয়াশার চাদরে আচ্ছন্ন থাকল। মুম্বইয়ের পরেল, প্রভাদেবী, মেরিন ড্রাইভ, বান্দ্রা প্রভৃতি এলাকা এদিন সকালে ধোঁয়াশার কবলে ছিল, সামগ্রিক বাতাসের গুণগতমানও ছিল মন্দ পর্যায়ে।
বিগত কয়েকদিনের মতো বুধবারও মুম্বইয়ের বাতাসের গুণগতমানের উন্নতি হয়নি। সকাল থেকেই মুম্বইয়ের বিভিন্ন অংশ ধোঁয়াশায় আচ্ছন্ন ছিল। বড়বড় বহুতল ঢেকে গিয়েছে ধোঁয়াশায়।