নয়াদিল্লি, ৮ জানুয়ারি : শীশ মহল নিয়ে মুখ খুলেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই শীশ মহল বিতর্কে বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়েছেন আম আদমি পার্টির নেতা সঞ্জয় সিং। মঙ্গলবার সঞ্জয় সিং বিজেপির 'শীশ মহল' অভিযোগ এবং এই প্রসঙ্গে বিতর্কের মধ্যে সংবাদ মাধ্যমের কর্মীদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বাসভবনে যাওয়ার জন্য বিজেপিকে চ্যালেঞ্জ জানান। আর বুধবার এএপি নেতা সঞ্জয় সিং ও সৌরভ ভরদ্বাজ মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে পৌঁছন।তাঁরা দু'জনে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ধর্ণা দেন।
যদিও, পুলিশ তাঁদের রুখে দেয়। পুলিশের সঙ্গে রীতিমতো বচসায় জড়িয়ে পড়েন তাঁরা। দিল্লির মন্ত্রী সৌরভ ভরদ্বাজ বলেছেন, "বিজেপি প্রতিদিন নতুন ভিডিও এবং ছবি পাঠায়। আমরা সমস্ত মিডিয়া ব্যক্তিদের সঙ্গে এখানে এসেছি।
এখন, বিজেপি পালিয়ে যাচ্ছে। তিন স্তরের ব্যারিকেডিং করা হয়েছে। তারা জলকামানও রেখেছে এবং এখানে অতিরিক্ত ডিসিপি মোতায়েন করেছে যাতে মিডিয়া ভিতরে যেতে না পারে। আমাদের দেখান কোথায় সুইমিং পুল এবং বার।
বিজেপি বলেছে, মুখ্যমন্ত্রীর বাসভবন ৩৩ কোটি টাকায় নির্মিত হয়েছিল। এটাও বলা হচ্ছে যে, ২৭০০ কোটি টাকায় পিএম হাউস তৈরি হচ্ছে। আমরা মুখ্যমন্ত্রীর বাসভবন এবং প্রধানমন্ত্রীর বাড়ি দুটোই দেখব। জনসাধারণকে উভয়ই দেখতে দিন।"