Game

18 hours ago

Khe Kho World Cup 2025: দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে ১৩ জানুয়ারি থেকে শুরু খে খো বিশ্বকাপ ২০২৫

Khe Kho World Cup 2025 (Symbolic picture)
Khe Kho World Cup 2025 (Symbolic picture)

 

নয়াদিল্লি , ৮ জানুয়ারি : ১৩ থেকে ১৯ জানুয়ারি, ২০২৫ দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে শুরু হচ্ছে প্রথম খো খো বিশ্বকাপ। ভারতীয় সময় রাত ৮.৩০ টায় পুরুষদের টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে নেপালের মুখোমুখি হবে। ভারতের লিগ পর্ব শেষ হবে ১৬ জানুয়ারি, তারপরে ১৭ জানুয়ারি প্লে অফ শুরু হবে। পুরুষদের ফাইনাল ১৯ জানুয়ারি ভারতীয় সময় রাত ৮.১৫ মিনিটে অনুষ্ঠিত হবে।

মহিলাদের উদ্বোধনী ম্যাচে ১৪ জানুয়ারি সকাল ১১.৪৫ টায়, ইংল্যান্ড অস্ট্রেলিয়া মুখোমুখি হবে। ভারতীয় দলের জন্য টুর্নামেন্টের প্রথম ম্যাচটি হবে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ১৪ জানুয়ারি, সন্ধ্যা ৭টায়। ১৭ জানুয়ারি প্লে অফের পথ প্রশস্ত করে গ্রুপ পর্ব ১৬ জানুয়ারিতে শেষ হবে৷ মহিলাদের ফাইনাল ম্যাচটি ১৯জানুয়ারী সন্ধ্যা ৭টায় হবে৷

পুরুষদের প্রতিযোগিতায় ২০টি দলকে ৪টি গ্রুপে ভাগ করা হয়েছে।

গ্রুপ এ : ভারত, নেপাল, পেরু, ব্রাজিল, ভুটান।

গ্রুপ বি : দক্ষিণ আফ্রিকা, ঘানা, আর্জেন্টিনা, নেদারল্যান্ডস, ইরান।

গ্রুপ সি : বাংলাদেশ, শ্রীলঙ্কা, দক্ষিণ কোরিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, পোল্যান্ড।

গ্রুপ ডি : ইংল্যান্ড, জার্মানি, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, কেনিয়া।

মহিলাদের প্রতিযোগিতাটি ১৯টি দলকে ৪টি গ্রুপে ভাগ করা হয়েছে।

গ্রুপ এ : ভারত, ইরান, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া

গ্রুপ বি : ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, কেনিয়া, উগান্ডা, নেদারল্যান্ডস

গ্রুপ সি : নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, জার্মানি, বাংলাদেশ

গ্রুপ ডি : নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পোল্যান্ড, পেরু, ইন্দোনেশিয়া।

You might also like!