Game

5 hours ago

FC Barcelona: দুই গোলে পিছিয়ে থেকেও নাটকীয় জয় পেল বার্সিলোনা

FC Barcelona
FC Barcelona

 

বার্সিলোনা, ২৪ আগস্ট : দুই গোলে পিছিয়ে পড়েও নাটকীয় জয় পেল বার্সিলোনা তিন মরসুম পর লা লিগায় ফেরা লেভান্তের সঙ্গে। ফেরাটা ভালো হয়নি তাদের। মরসুমের প্রথম দুই ম্যাচেই হেরেছে তারা। তবে শনিবার (২৩ আগস্ট) জয়ের কাছাকাছি এসেও বার্সিলোনার কাছে হেরে গেল তারা। হারলো শেষ মুহূর্তের আত্মঘাতী গোলে। জয় পেল লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা। সিউদাদ ডে ভ্যালেন্সিয়ায় শনিবার লেভান্তেকে ৩-২ গোলে হারিয়েছে বার্সিলোনা। ম্যাচের ১৫ মিনিটে বার্সিলোনার দুই ডিফেন্ডারকে কাটিয়ে লেভান্তেকে এগিয়ে দেন স্প্যানিশ স্ট্রাইকার ইভান রোমেরো। প্রথম হাফে যোগ করা সময়ে লেভান্তের দ্বিতীয় গোলটি আসে লুইস মোরালেসের পা থেকে। পেনাল্টি থেকে গোল করেন ৩৮ বছর বয়সি এই মিডফিল্ডার। তবে দ্বিতীয় হাফটা পুরোটাই খেলেছে বার্সিলোনা। বার্সিলোনার হয়ে দ্বিতীয় হাফের ৪৯ মিনিটে পেদ্রি এক গোল শোধ করেন। আর ৫২ মিনিটে রাফিনহার কর্নারে দারুণ ভলিতে পরের গোলটি করেন ফেরান তরেস। এরপর একের পর এক আক্রমণ করেও আর গোল পায়নি বার্সা। তবে লেভান্তে হার মানে নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ে। ৯১ মিনিটে বক্সে দারুণ ক্রস বাড়ান ইয়ামাল, ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল পাঠান উনাই এলগুয়েজাবাল। আর তাতেই বার্সার জয় নিশ্চিত হয়। মরসুমের প্রথম দুই ম্যাচ জিতে টেবিলের শীর্ষে বার্সিলোনা। আর দুই ম্যাচ হেরে ১৮তম স্থানে লেভান্তে।

You might also like!