Game

5 hours ago

Serie A Reaction: সিরি আ, নাপোলিতে অভিষেক ম্যাচেই গোল পেলেন ডি ব্রুইনার

US Sassuolo Calcio v SSC Napoli
US Sassuolo Calcio v SSC Napoli

 

মিলান, ২৪ আগস্ট : সিরি আ'র বর্তমান চ্যাম্পিয়ন নাপোলি নতুন মরসুমে প্রথম ম্যাচেই সাসসুওলোর বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে। আর নাপোলিতে অভিষেক ম্যাচেই গোল পেলেন কেভিন ডি ব্রুইনা। এদিকে রাতের আরেক ম্যাচে এসি মিলানের হয়ে মদ্রিচের অভিষেকটা ভালো হয়নি। হার দিয়ে মরসুম শুরু করেছে তারা। পুরো ম্যাচে আধিপত্য নিয়ে খেলে নাপোলি প্রথম গোলের দেখা পায় ১৭ মিনিটে। স্কট ম্যাকটোমিনে ইতালিয়ান চ্যাম্পিয়নদের লিড এনে দেন। প্রথম হাফে আর কোনও গোল হয়নি। দ্বিতীয় হাফে আরও এক গোল করে নাপোলি ৫৭ মিনিটে। ফ্রি কিক থেকে গোল করেন প্রাক্তন ম্যানচেস্টার সিটির ফুটবলার ডি ব্রুইনা। ডি ব্রুইনার ক্রস থেকে বক্স থেকে হেড করে গোল করেন তিনি। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে নাপোলি। এদিকে, নাপোলি জয় পেলেও জয় পায়নি ইতালির আরেক জায়ান্ট এসি মিলান। চলতি মরসুমে দ্বিতীয় বিভাগ থেকে উঠে আসা ক্রিমোনিজের কাছে ২-১ গোলে হেরেছে মিলান। তবে এদিন মিলানের শুরুর একাদশে লুকা মদ্রিচ থাকা সত্ত্বেও কোনো গোল বা অ্যাসিস্ট করতে পারেননি।

You might also like!